সরিষাবাড়ীতে ট্রাক্টরে হালচাষকে কেন্দ্র করে সংষর্ঘ মা-ছেলেসহ আহত -৫


সরিষাবাড়ী প্রতিনিধি, জামালপুর: ট্রাক্টরে হালচাষকে কেন্দ্র করে সংঘর্ষে মা ছেলেসহ ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ২৯ জুলাই দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামে উম্মত আলী ও সাবেক চেয়ারম্যান আব্দুল হামিকের পক্ষ দ্বয়ের মধ্যে এ ঘটনা ঘটে। এ বিষয়ে উভয় পক্ষই থানায় মামলা দায়ের করেছে।সরজমিন ও মামলা এবং স্থানীয় সূেত্র জানা যায়, চর সরিষাবাড়ী গ্রামের মৃত সাহাদ আলীর ছেলে উম্মত আলী (৪২) তার জমিতে ভাড়াটে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে ছিল। এমন সময় একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে রেজাউল করিম (৪৫) জোর পূর্বক ট্রাক্টরটি তার জমিতে চাষের জন্য নিতে চাইলে উভয়ের মধ্যে বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। খবর পেয়ে উম্মতের ছেলে শিপন (২০) ও স্ত্রী সেলিনা (৩৫) বড় ভাই খলিলুর রহমান (৪৪) সংষর্ঘ থামাতে গেলে হাকিম চেয়াম্যানের ভাতিজা রেজাউল করিম, রেজাউল করিমের ছেলে মুহাম্ম শাকিল, মুহাম্মদ ফরিদ, সাইফুল ইসলামসহ রেজাউলের পক্ষের লোকজন তাদেরকেও বেধড়ক মারপিট করে এবং আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য না নিতে বাধার সৃষ্টি করে। পরে স্থানীয়দের সহায়তায় উম্মতের ছেলে শিপন ও স্ত্রী সেলিনাকে কৌশলে উদ্বার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে রাকী আহতরা বিনা চিকিৎসায় ভোগছেন। প্রতিপক্ষের ভয়ে তারা বাড়ী থেকে বের হতে পারছেন না বলে অভিযোগ করেন।এ বিষয়ে ঘটনার শিকার উম্মত আলী বলেন, হাকিম চেয়ারম্যানের সাথে পূর্ব শত্র“তার জেরে পরিকল্পি ভাবে তারা আমার ও আমার পরিবারের উপর মেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মারপট করেছে। ওই ঘটনায় সরিষাবাড়ী থানায় এজাহার দায়ের করেছি।
ঘটনা অস্বীকার করে হাকিম চেয়ারম্যান বলেন ওরাই আমার ভাতিজা রেজাউলকে মারপিট করেছে। সে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। ৩১ জুলাই বিকেলে সরজমিনে ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় অনেকেই ঘটনার সত্যতা শিকার করলেও প্রভাবশালী হাকিম চেয়াম্যানের ভয়ে অধিকাংশই কথা বলতে সাহস করেনি। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন উভয় পক্ষের আবেদন পেয়েছি, এখনও মামলা রেকর্ড হয়নি, তদন্তধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *