মির্জাপুরে গার্মেন্টস কর্মীর ক্ষত-বিক্ষত লাশ নিয়ে ধুম্রজাল
সুমন ঘোষ, বিভাগীয় প্রতিনিধি (ঢাকা): টাঙ্গাইলের মির্জাপুরে গার্মেন্টস কর্মী শিউলী বেগমের (২৮) লাশ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। কেউ বলছেন ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে হত্যা করা হয়েছে। আবার কেউ বলছেন ধর্ষণের হাত থেকে বাঁচতে গাড়ী থেকে লাফ দিয়ে চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকায় তার লাশ পাওয়া যায়। দুই সন্তানের জননী নিহত শিউলী বেগম উপজেলার চরপাড়া গ্রামের শরীফ খানের স্ত্রী।জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি চরপাড়া বাইপাস থেকে একটি বাসে উঠে কর্মস্থল গোড়াই কম্পোজিট গার্মেন্টস এ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন শিউলী। কিন্তু বাসে উঠার কিছুক্ষণ পরেই বাওয়ার কুমারজানী এলাকায় তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি ফাঁকা ছিল। গাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছিল। একটু পরেই মহাসড়কে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। শিউলীর লাশ দেখে স্থানীয়রা গোড়াই হাইওয়ে থানাকে বিষয়টি অবগত করেন। এরপর নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। নিহতের স্বামী শরিফ খান বলেন, এখনো থানায় মামলা করিনি। লাশের ময়নাতদন্তের পর প্রকৃত বিষয় জানা যাবে। তবে লাশের থেকে একটু দুরে তার ওড়না ও জুতা পাওয়া গেছে। এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানা অফিসার ইনচার্জ একেএম কাউসার বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি তবে বাস ও ধর্ষণকারীদের আটকের চেষ্টা চলছে।