দৌলতদিয়া ঘাটে পরিবহন সেক্টর কমিউনিটিং পুলিশিং এর র্যালী ও আলোচনা সভা
ঝর্ণা পারভীন, রাজবাড়ী প্রতিনিধি: গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গত ২৪ জুলাই বিকেলে পরিবহন সেক্টর কমিউনিটিং পুলিশিং এর র্যালী বের হয়। র্যালী শেষে দৌলতদিয়া রেষ্ট হাউজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি (বিপিএম) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার, রাজবাড়ী সদর সার্কেল অফিসার, এ এস পি হেড কোয়ার্টার, গোয়ালন্দ ঘাট থানার ওসি, রাজবাড়ী ট্রাফিক বিভাগের টিআই মোঃ আবুল হোসেন ভূঁইয়া, মোঃ নাজমুল, মৃদুল রঞ্জন সরকার, মোঃ আসাদুজ্জামান, দৌলতদিয়া বিআইডাব্লিউটিসির টিও মোঃ শফিকুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রশিদসহ গন্যমান্য ব্যাক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, দেশের দক্ষিন অঞ্চলের ২১টি জেলা থেকে ঢাকাগামী বাস ও ট্রাকের পারাপারে গুরুত্বপূর্ণ ঘাট দৌলতদিয়া। গত রমজানের ঈদে দৌলতদিয়া ঘাটে যানজট হয়নি। আগামী কোরবানীর ঈদে সকলের সহযোগীতায় যাত্রীদের দূর্ভোগের কবলে পড়তে হবে না। চাঁদাবাজী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের তিনি গ্রেফতারের নির্দেশ দেন। যানবাহন চালকদের উদ্দেশ্যে তিনি বলেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী। ড্রাইভিং লাইসেন্স ব্যতিত কোন গাড়ী চালাবেন না। রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল/গাড়ী রাস্তায় নামাবেন না। চলন্ত গাড়ীতে মোবাইল ফোন ও চোখে ঘুম অবস্থায় গাড়ী চালাবেন না। ট্রাফিক আইন মেনে চলেন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা পুলিশ রাজবাড়ীকে সহযোগীতা করুন। ছবি আছে।