শার্শা ও বেনাপোলে ৯৪৯ বোতল ফেন্সিডিলসহ আটক ৩


বেনাপোল সংবাদদাতা: যশোরের শার্শা ও বেনাপোলে পৃথক অভিযানে ৯৪৯ বোতল ফেন্সিডিল সহ তিন জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি।বুধবার সকালে শার্শার পানবুরি ,বেনাপোলের অগ্রভুলাট ও গাতিপাড়া সীমান্ত থেকে এ মাদকদ্রব আটক করা হয়। শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শার্শার পানবুরি এলাকায় আব্দুর রহিম এর বাড়িতে অভিযান চালিয়ে ৮০০ বোতল ফেন্সিডিল সহ আনোয়ারা খাতুন (৪২) নামে এক মহিলাকে আটক করা হয়। তিনি পানবুরি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের অগ্রভুলাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিলসহ আবুল কাশেম নামে এক পাচারকারী কে আটক করা হয়। আটক আবুল কাশেম অগ্রভুলাট গ্রামের শরবর আলীর ছেলে।তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অপরদিকে বেনাপোলের সীমান্তের গাতিপাড়া মাঠে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ আকাশ মাতব্বর (২১) কে আটক করা হয়। আটক আকাশ বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, বেনাপোলের অগ্রভুলাট ও গাতিপাড়া সীমান্ত থেকে ১৪৯ বোতল ফেন্সিডিল সহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *