১৬০ পিচ ইয়াবা,অস্ত্র ও গুলিসহ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আটক


আহসান হাবিব লেলিন স্টাফ রিপোটার: কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাদক ও অস্ত্রের ডিলার রাজিব আহম্মেদ (২৮) ১৬০ পিচ ইয়াবা অস্ত্র-গুলিসহ র‍্যাবের হাতে আটক হয়েছে । রাজিব আহম্মেদ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার বি্শিষ্ট খুদ ,ভূষিমাল ও চাউল ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ ওরফে জিন্নাহ’র ছেলে। জানা যায়, রাজিব আহম্মেদ দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছিল। এর আগে দু বছরে মাদক ও অস্ত্রসহ দুই বার আটকও হয়েছে। কিন্তু বাবা কোটিপ্রতি হওয়ায় তাকে বেশী সময় আটক থাকতে হয়নি! এলাকাবাসী জানায়, জিন্নাহ নিজের গাড়িতে করেই কৌশলে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে এই রাজিব। কিছুদিন আগে ঢাকা মহাখালীতে অস্ত্র ও ৮ শ পিচ ফেন্সিডিলসহ তার মাইক্রোবাস আটক করে পুলিশ। পরে কোটিপতি বাবার টাকায় দ্রুতই ছাড়া পাই রাজিব। এসে আবার দাপটের সাথে মাদক ও অস্ত্র ব্যবসা চালাতে থাকে । সম্প্রতি মাদকের বিরুদ্ধে প্রশাসন যুদ্ধ ঘোষণা করলে খাজানগরের বেশ কয়েক জন মাদকের রাগব বোয়াল গা ঢাকা দেয়। কিন্তু এই সুযোগে রাজিবের অস্ত্র ও মাদক ব্যবসা আরো জমজমাট ভাবে চালাতে থাকে। সে ক্ষমতাসীন দলের হয়ে প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষের সামনেই প্রকাশ্যে অস্ত্র ও মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। অবশেষে আজ সোমবার র‍্যাবের জালে আটকা পরে সে। মাদক র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে কুষ্টিয়া র‍্যাব-১২ অভিযান চালিয়ে ১৬০ পিচ ইয়াবা, ২৩ রাউন্ড শটগানের গুলি, অবৈধ ইয়ার গান ও ৫ শতাধিক ইয়ার গানের গুলি, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ পায়। এবিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহম্মেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সে যদি সত্যি কারের মাদক ব্যবসায়ী ও অস্ত্র ব্যবসায়ী হয়ে থাকে তবে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *