ধামইরহাটে গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত হয়েছে। জানা গেছে,গত রোববার রাত আনুমানিক ১টায় দিকে ধামইরহাট পৌরসভায় অন্তর্গত দক্ষিণ চকযদু (টিএন্ডটি) এলাকার ঢেউটিন ব্যবসায়ী মো.জাহির উদ্দিনের বাসায় এ ডাকাতি সংঘটিত হয়। এব্যাপারে বাড়ীর গৃহকর্তা জাহির উদ্দিন (৪৮) বলেন,প্রতিদিনের ন্যায় রাতে পরিবারের সকল সদস্য শুয়ে পড়ে। রাত ১টার দিকে ১০-১২ জনের মুখোশপরা ডাকাতদল জানালার গ্রিল খুলে জানালার পাল্লা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে তার ছেলে সোয়াইব (১৪) ও তার হাত-পা ও চোখ বেঁধে রেখে নগদ টাকা ও সোনার গহনা বের করে দেয়ার জন্য বুকে ধারালো চাকু ধরিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে ঘরের সকল জিনিসপত্র তছনছ করে নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা,৩ভরি সোনার গহনা,৯ভরি রুপার গহনাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। নওগাঁর পুলিশ সুপার মো.ইকবাল হোসেন,পতœীতলা সার্কেল (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.শামীউল হাসান,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন,খবর পেয়ে রাতেই পুলিশের দল ঘটনাস্থলে যায় এবং বিভিন্ন দিকে তল্লাসী চালিয়ে ডাকাতদলকে ধরার জন্য চেষ্টা চালানো হয়। অভিযোগের প্রেক্ষিতে দুস্কৃতিকারীদের আটক করে আইনের আওতায় আনা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।