কুষ্টিয়া র‌্যাবের মাদকসেবীদের ধরতে অভিযান অব্যহত ৯জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড


আকরাম হোসেন সুজন,কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া র‌্যাব-১২ শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা, গাঁজা হেরোইন ও ফেন্সিডিল সেবীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করেন। পরে তাদেও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান কওে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানী কমান্ডার এম এম মোহাইমেনুর রশিদ(পিপিএম)। র‌্যাব সুত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের উদিবাড়ী এলাকা থেকে ৯ জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতরা হলেন কুষ্টিয়া থানাপাড়া এলাকার মৃত আলম বিশ্বাসের ছেলে রাজা(৪০), চৌড়হাস এলাকার শহীদ ইসলামের ছেলে আব্দুল আজিজুল(৩৫), উদিবাড়ী এলাকার মকলেছুর রহমানের ছেলে আশিকুর রহমান(১৮), একই এলাকার রেজন আলীর ছেলে জান্নাত(১৬) ও মঙ্গলবাড়ীয়া এলাকার মোহর আলীর ছেলে মারুফ হোসেন(২৩)। এদেও সকলকে বাড়াদী এলাকা থেকে আটক করা হয়। সেখানেই মোবাইল কোর্ট বসিয়ে আদালতের হাকিম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ মুহায়মিন আল জিহান প্রত্যেককে মাদকদব্র নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ২৬ ধারায় বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান করেন। এদওে মধ্যে রাজাকে ২ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, আব্দুল আজিজ অধিককে একই সাজা, আশিকুর রহমানকে ৭ দিনের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, জানানাতকে একই সাজা ও মারুফকে ১ মাসের কারাদন্ড ও ৫ ৫ হাজার টাকা জরিমানা করেন। অপর আর একটি অভিযান পরিচালনা করা হয় কুষ্টিয়্া হররা এলাকায়। সেখান থেকে আরও ৪ জনকে আটক করে জেলা প্রশাসন ও র‌্যাব-১২। তাদেরকে একই ধারায় সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ মুহায়মিন আল জিহান। আটককৃতরা হলেন হররা এলাকার মসলেম উদ্দিনের ছেলে আল-আমিন(২০), একই এলাকার মৃত আকবর শেখের ছেলে মন্টু(৩০), মজমপুর এলাকার চুন্নু মিঞার ছেলে রানা(৩২)ও মজমপুর এলাকার আনছার আলীর ছেলে আব্দুল করিম(২৮)। এদেও মধ্যে আল-আমিনকে ৩ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, মন্টুকে ৪৫ দিনর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, রানাকে ২ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং আব্দুল করিমকে ২ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *