কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত
আকরাম হোসেন সুজন,কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে র্যাবের সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী ফুটু ওরফে মোন্না(৩৫) ও রাসেল আহম্মেদ(৩০) নামের ২ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র , শুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। আজ বুধবার ভোর রাতে মিরপুর উপজেলার কূর্শা ইউনিয়নের আনান্দ বাজার বালুচর সংলগ্নে এ ’বন্দুকযুদ্ধ’ ঘটে।ও্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাইমিনুল জানান, মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী মিরপুর উপজেলার কূর্শা ইউনিয়নের আনান্দ বাজার বালুচর সংলগ্নের কাছে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দও ঘটলাস্থলে অভিয়ান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে র্যাবও পাল্ঠা গুলি চালালে বন্দুকযুদ্ধেও এক পর্যায়ে ২ জন গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসাকগন তাদেরকে মৃত বলে ঘোষনা করেন। এ সময় অন্য সকল মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় বন্দুকযুদ্ধে ২ র্যাব সদস্য আহত হলে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ১ টি বিদেশী নাইম এম.এম পিস্তল, ১ টি দেশী ওয়ান গুটারগান, ২ টি কার্তুজ, ১২ রাউন্ড গুলি, ৪০ রিটার চোলাই মদ, ১৫০০ পিচ ইয়াবা ও ২৩০ বেতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। নিহত ফুটু ওরওফ মোন্না রাজারহাট মোড় এলাকায় মৃত আহম¥দ আলীর ছেলে ও রাসেল একই এলাকার রবিউল ইসলামের ছেলে।র্যাব ২ মাদক ব্যবসায়ীর লাশ ময়নাতদন্ত করতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।