বেনাপোলের সীমান্ত ঘেষা পুটখালি গ্রামে কৃষকের আখ চাষে সুদিন ফিরেছে


বেনাপোল সংবাদদাতা: বেনাপোলের পুটখালি, উলাশি ও বাঁগআচড়া গ্রামের কৃষকের আখ চাষ করে স্বাবলম্বি হয়ে উঠছে আখ চাষীরা। আখ চাষে লাভ হয় ৫গুন। তাই বাড়ছে আখ চাষ লাভবান হচ্ছে চাষী ও ব্যাবসায়িরা এমনটাই জানান স্থানীয়রা। ধান পাট সহ বিভিন্ন সবজির চাষে সুখ্যাতি ছিল এলাকার চাষীদের। তবে ধান পাট চাষে লস হওয়ায় শার্শার বেশ কিছু গ্রামে বেড়েছে বিভিন্ন প্রজাতির আখ চাষ। এক বিঘা জমিতে ৩০-৪০ হাজার টাকা খরচ করে আখ চাষে পাচ্ছেন দেড় থেকে দুই লাখ টাকা। এলাকার চাহিদা মিটিয়ে এ আখ যাচ্ছে দেশের বিভিন্ন জেলা শহরে।আখ চাষে লাভবান হলেও চলতি মৌসুমে অনেক আখ খেতে পচন ও মাজরা পোকা দেখা দেওয়ায় ক্ষতির আশংকায় আছেন অনেক চাষীই। উপজেলা কৃষি দপ্তরকে দুষছেন তারা এলাকায় ব্যাপক আখ চাষ হওয়ায় খুশি চাষী ও ব্যাবসায়িরা লাভবান হচ্চেন তারা , শার্শা -উপজেলার কৃষি কর্মকর্তা- হীরক কুমার সরকার জানান, নন ভ’মিজন এলাকা শার্শা এখানে তিনগুন বেড়েছে আখ চাষ। অধিক লাভ হওয়ায় আখ চাষে ঝুকছেন চাষীরা। পচন রোগ ও পোকা দমনে কৃষি ব্লক সুপারভাইজারের মাধ্যমে চাষীদের সহযোগিতা দিচেছন বলে জানান উপজেলা কৃষি অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *