ঝিনাইদহের সড়ক ও জনপথ বিভাগের দুর্নীতির বিরুদ্ধে মানব বন্ধন
সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা, সড়ক ও জনপথের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার ও পাগলা কানাস্থ সড়ক সংস্কারের দাবিতে মানব বন্ধন করল এলাকাবাসী। সড়ক ও জনপথ বিভাগের দুর্নীতির বিরুদ্ধে ঝিনাইদহের মানুষ শোচ্ছার ও ক্ষিপ্ত এবং অতিষ্ঠ হয়ে রাস্তার পাশে দাড়িয়ে সাদা কাগজে স্লোগান লিখে দুর্নীতি বাজ সড়ক বিভাগের কর্মকর্তা দের বিচার চাইল ঝিনাইদহের সাধারন জনতা। উল্লেখ্য গত প্রায় ২ মাস আগে কোটি টাকা ব্যায়ে ঝিনাইদহের হামদহ থেকে আরাপপুর গামী সড়ক টি মেরামত করে। যখন এই সড়ক মেরামতের কাজ হয় তখন বিভিন্ন মিডিয়ার খবর প্রকাশিত হয়। তা ছাড়া এলাকার লোকজন সড়ক অফিসে অভিযোগ করে যে রাস্তা মেরামতে নিন্ম মানের কাজ হচ্ছে। তারপরে সড়কের নির্বাহী প্রকৌশলী দাবী করে যে রাস্তা সঠিক ভাবে মেরামত হচ্ছে। আজ সেই রাস্তার উপরে গভীর গর্তের সৃষ্টি হয়েছে । যাহা যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বুধবার সকাল ১১ টায় সেই রাস্তার পাশে দাঁড়িয়ে কাগজে লিখে এক কোটি টাকা গেল কই সড়ক বিভাগ জবাব চাই স্লোগান দেয়। ঘণ্টা ব্যাপি মানব বন্ধনে উপস্থিত ছিল ঝিনাইদহ জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান, যুবনেতা লিটন, স্থানীয় দোকান মালিক সমিতির সভাপতি মশিউর রহমান, সাধারন সম্পাদক রাজু আহম্মেস পল্টন, সমাজকর্মী সাব্বির আহমদ, মানবাধিকার কর্মী মাহমুদ আল হাসান সাগর, ব্যবসায়ী তাপস দত্ত, সাজেদুর রহমান, মুস্তাফিজুর রহমান, সাখাওয়াত হোসেন সহ স্থানীয় এলাকাবাসী, পেশাজিবী, শিক্ষক, ব্যবসায়ী সর্বস্তরের জনগন।