দিনক্ষণের বিরুদ্ধে বিতর্কিত ৫৭ ধারায় মামলার প্রতিবাদে পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান
নওগাঁ প্রতিনিধি : বগুড়া থেকে প্রকাশিত সংবাদ নিবন্ধ সাপ্তাহিক দিনক্ষণ পত্রিকার ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক সাজেদা খানম ও প্রতিবেদক বলরাম সিংহের (ছদ্মনাম) নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারায় মামলা দায়েরের প্রতিবাদে ও নিরপেক্ষ তদন্তের দাবীতে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞাকে প্রত্রিকার পক্ষ থেকে এক স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল সকাল ১১টায় বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনক্ষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার সালেহ আব্দুর রশীদ, স্টাফ রিপোর্টার শাহ মেহেদী হাসান লিটন, এফ. এইচ নিপু তালুকদার, নওগা প্রতিনিধি ও আত্রাই মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগর, সারিয়াকান্দি প্রতিনিধি এম.তাজুল ইসলাম, শিবগঞ্জ প্রতিনিধি কামরুল ইসলাম, মহাস্থান প্রতিনিধি গোলজার রহমান, পলাশবাড়ী প্রতিনিধি ফরিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি প্রমুখ। উল্লেখ্য গত ৯ এপ্রিল বগুড়ার শেরপুরের সাবেক সংসদ সদস্য ও এস.আর গ্রুপের চেয়ারম্যান জি.এম সিরাজের এস.আর কেমিক্যাল কোম্পানীর নামে জায়গা জমি দখল সংক্রান্ত একটি সংবাদ নিবন্ধকে কেন্দ্র করে দিনক্ষণ পত্রিকার বিরুদ্ধে বিতর্কিত ৫৭ধারায় এই মামলা দায়ের করা হয়। খবর বিজ্ঞপ্তি॥
ক্যাপশনঃ গতকাল সকাল ১১টায় বগুড়া থেকে প্রকাশিত সংবাদ নিবন্ধ সাপ্তাহিক দিনক্ষণ পত্রিকার বিরুদ্ধে বিতর্কিত ৫৭ ধারায় মামলা দায়েরের প্রতিবাদে ও নিরপেক্ষ তদন্তের দাবীতে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞাকে প্রত্রিকার পক্ষ থেকে এক স্মারকলিপি প্রদান করা হয়।