‘বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না’
বিশ্বকাপ না জিতলে কি আর বিশ্বসেরা হওয়া যায়! এই তত্ত্বটা খোদ হালের বিশ্বসেরা তারকা লিওনেল মেসিরও অজানা নয়। বিশ্বকাপে চুমু খেতে না পারলে ফুটবল বিশ্ব যে তাকে খুব বেশি দিন মনে রাখবে না সেটিও নিশ্চয় জানেন তিনি। আর তাইতো বিশ্বকাপ জেতা না পর্যন্ত অবসরে যাবেন না বলে নিজেই জানিয়ে দিলেন মেসি। রাশিয়া বিশ্বকাপ দিয়ে নিজের ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেলছেন মেসি। বয়সও ৩০ পেরিয়েছে। ২৪ জুন ৩১ বছর বয়সে পা দিলেন মেসি। জন্মদিনে কেক কাটতে এসে মেসি বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন সুতোর ওপর ঝুলছে। তবে দ্বিতীয় রাউন্ড তো বটেই, ফাইনাল খেলতে চাই আমি। আর এবার না হলে কাতার বিশ্বকাপেও দলের হয়ে অংশ নিতে চাই। বিশ্বকাপটা আমাকে জিততেই হবে।’মেসি বলেন, ‘আমি বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না। বিশ্বকাপ জেতার স্পপ্নটা আমার মধ্যে সবসময়ই ছিল। এই শিরোপাটা একবার ছুঁয়ে দেখতে চাই। আমি গুরুত্বপূর্ণ অনেক শিরোপা জিতেছি। কিন্তু দেশের জন্য বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না।’লিওর ভাষ্য, ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে এমন এক মুহূর্তের কথা ভাবলেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। বিশ্বকাপ জয়ের উন্মাদনা কয়েক কোটি আর্জেন্টিনার মানুষকে আনন্দে ভাসাবে। সুতরাং আমি ওই স্বপ্নটা ছুড়ে ফেলতে চাই না।’