লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এ নিয়ম মানছেন না কেউ।
রাজধানীর প্রানকেন্দ্রে লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় স্হাপিত হয় ১৯৫৮ সালে। স্কুলের পরিবেশ, অবকাঠামোর উন্নতি হলেও অনিয়ম ও অনিয়ন্ত্রিত ভাবে চলছে পরিচালনা কার্যক্রম। এখানে প্রধান শিক্ষক দায়িত্বপ্রাপ্ত প্রধান হলেও সবকিছু নিয়ন্ত্রিত হয় উপদেষ্টার মাধ্যমে। এ যেন নতুন নিয়ম। সরকারি বিধি মোতাবেক একটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শি ক্ষকই সর্ব পরিচালনা করে থাকেন। কিন্তু এখানে তাহার উপরে উপদেষ্টা পদ তৈরী করে সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার সাহাকে উপদেষ্টা পদে নিযুক্ত করেছেন। যাহা আদৌ বিধিসম্মত কিনা? এছাড়াও উপদেষ্টার মাথার উপর জাতিরজনক ও প্রধানমন্ত্রীর ছবি আছে, কিন্তু প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামানের মাথার উপর নাই। সরকারী আদেশ থাকা সত্তেও ভ্রুক্ষেপ করছেনা কেউ। এছাড়াও শিক্ষকরা নিয়মমাফিক হাজিরা দিচ্ছেনা ও যথাযথ তদারকি ও হচ্ছেনা। ক্লাস রুটিন ও সঠিক নাই। শিক্ষকদের ভাষ্যমতে স্কুলে কখনো সমাবেশ হয়না যাহার প্রমাণ মেলে রুটিনেও।