ঘোষিত কমিটি প্রত্যাহারের দাবীতে দাকোপ উপজেলা রিপোর্টার্স ক্লাবের বিবৃতি

?

দাকোপ (খুলনা) প্রতিনিধি : গতকাল সকাল ১১টায় দাকোপ উপজেলা রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কায্যলয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি (বিজয় টিভি সুন্দরবন প্রতিনিধি)অনিমেষ বিশ্বাসের সভাপত্বিতে সভার শুরুতে একটি সংবাদের দৃষ্টি আর্কষন করে নিন্দা প্রকাশ করা হয়। সংগঠনের সহ-সাধারন সম্পাদক ও মানবাধীকার বাস্থবায়ন সংস্থার দাকোপ সভাপতি সাংবাদিক (দৈনিক প্রতিদিনের কথা) তপু সরকারের সঞ্জালনায় সহ-সাংগঠনিক সম্পাদক ও ন্যাশনাল প্রেস সোসাইটি (এন,পি,এস) দাকোপ সভাপতি সাংবাদিক মিজানুর রহমান উক্ত সংবাদের প্রতিবাদ তুলে ধরে বলেন, দাকোপ উপজেলা রিপোর্টার্স ক্লাব গনতন্ত্রে বিশ্বাসী। সেই বিশ্বাসকে ধারন করে গত ২০ই মে ২০১৮ ইং তাং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মেয়াদ উত্তিন কমিটি বিলুপ্ত ও এক বছর মেয়াদে নতুন কমিটি ঘোষনা করা হয়। ইতি মধ্যে দাকোপ উপজেলায় বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশে দাকোপ উপজেলা রিপোর্টার্স ক্লাব উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রচন্ড দুঃখের বিষয় সংগঠনের সাবেক সাধারন সম্পাদক মোঃ বাকির হোসেন সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থেকে নিজ স্বার্থ হাসিলের উদ্যেশে সর্বদা নিজেকে উৎসর্গ রেখেছেন। স্ত্রীর পরকিয়া ও নিজের নৈতিক চরিএের কারনে এক পর্যায়ে চালনা ছেড়ে খুলনায় বসবাস করতে বাধ্য হয়। সেই থেকে সংগঠনের কোন মিটিং/সভায় বার বার মোবাইল করেও তাকে পাওয়া যায়নি। আবারও নিজ স্বার্থ হাসিলের জন্য বাকির হোসেন সংগঠনের কোন সদস্যকে অবগত না করে খুলনা বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি/সাধারন সম্পাদক কর্তৃক একটি কমিটি অনুমোদন করে সংবাদ পএ ও অনলাইনে প্রকাশ করে। সেই সংবাদ দেখে দাকোপ উপজেলা রিপোর্টার্স কøাবের কর্মরত সাংবাদিকবৃন্দ হতবাক। খুলনা বিভাগীয় রিপোর্টার্স ক্লাব কর্তৃক অনুমোদিত কমিটির প্রতি নিন্দার ঝড় বইতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে)। দাকোপ উপজেলা রিপোর্টার্স ক্লাবের বর্তমান কমিটির সাথে কোন আলোচনা না করে কি ভাবে খুলনা বিভাগীয় রিপোর্টার্স ক্লাব বাকির-হীরাকে অনুমোদন প্রদান করল তাহা আমাদের বোধগম্য নয়। খুলনা বিভাগীয় রিপোর্টার্স ক্লাব কর্তৃপক্ষের প্রতি দাকোপ উপজেলা রিপোর্টার্স ক্লাব কর্তৃপক্ষের আবেদন রইল,,কাল বিলম্ব না করে উক্ত কমিটি বিলুপ্ত করা হোক। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক (দৈনিক প্রজন্মের ভাবনা) মোঃ রুমান আহম্মেদ, প্রচার সম্পাদক (দৈনিক এশিয়া বানী) তবিয়াছ সরকার,দপ্তর সম্পাদক(দৈনিক যশোর) দ্বীপায়ন মন্ডল, সদস্য মোঃ মাসুদ পারভেজ,আবু হাসনাত সোহেল, উজ্জল মন্ডল,আসাদুজ্জামান জুয়েল, মিঠুন বাছাড়, রুদ্রাশীষ মন্ডল বুলবুল, মোঃ আলাল মির্জা প্রমুখ। যে সকল সদস্য উপস্থিত থাকতে পারেননি তারা মোবাইলে (মিটিং/সভায়) সম্মতি প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *