ইসলামপুরে ইউএনও’র জব্দকৃত বালু নিলাম ছাড়াই বিক্রি’র অভিযোগ


ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় পাথর্শী ইউপি’র মোরাদাবাদ এলাকায় যমুনা থেকে তুলা অবৈধ জব্দকৃত বালু স্থানীয় চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল বালু ব্যাবসায়ীদের নিকট টাকা হাতিয়ে নিয়ে ইউএন’কে ম্যানেজ করে বিক্রির অনুমতি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।জানা যায়,সম্প্রতি ইসলামপুর উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান ওই যমুনার তীরে ওই এলাকায় অভিযান চালিয়ে লাখ লাখ টাকার অবৈধ বালু জব্দ করেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল শনিবার সকালে পাথর্শী ইউনিয়নের মোরাদাবাদ এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় সেই জব্দকৃত অবৈধ বালু সরকারি ভাবে কোন নিলাম ডাক না দিয়ে দেদারচ্ছে বিক্রি চলেছে।অভিযোগ উঠেছে,জব্দকৃত বালু স্থানীয় চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল বালু ব্যাবসায়ীদের নিকট টাকা হাতিয়ে নিয়ে ইউএন’কে ম্যানেজ করে বিক্রির অনুমতি দিয়েছেন। ফলে তিন চারটি টাক্টর দিয়ে বালু বিক্রি করতেছে অবৈধ বালুর মালিকরা। এসময় অবৈধ বালু ব্যাবসায়ী মান্নান সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি চেয়ারম্যানকে ৫হাজার টাকা দিয়ে বালু বিক্রির অনুমতি নিয়েছি। তাতে আপনাদের কি? কোন সমস্যা আছে নাকি,থাকলে বলতে পারেন। এ ব্যাপারে ইউপির চেয়ারম্যানে ইফতেখার আলম বাবুল এর সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা নেওয়ার কথা পাস কাটিয়ে বলেন, বালু ব্যাবসায়ীরা দলের লোক হওয়ায় আমি ইউএনও স্যারের মৌখিক অনুমতি নিয়ে তাদেরকে বালু বিক্রির অনুমতি দিয়েছি। আমি ইউএনও কে বলেছি মনে করেন আপনি এ ব্যাপারে কিছুই জানেন না।এছাড়াও একই ভাবে যমুনার গুঠাইল হার্ড পয়েন্ট এলাকায় প্রশাসনকে ম্যানেজ করে স্থানীয় বালু দস্যুরা যমুনা থেকে বালু তুলে দীর্ঘদিন ধরে বিক্রি করছে।এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনিএ ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান। তবে খোঁজ খবর নিয়ে দেখবেন কে বালু বিক্রি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *