২ কোটি টাকার পুশচিংড়ি, রেনুপোনা আটক সুন্দরবনে ১৮ জেলে উদ্ধার, দুই আগ্নেয়াস্ত্র জব্দ
মনির হোসেন,মংলা (বাগেরহাট): সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহে অভিযান চালিয়ে গত কয়েকদিনে ২ কোটি ২ লাখ টাকা মূল্যের ১২’শ কেজি পুশচিংড়ি, ৯৪ লাখ পিছ রেনুপোনা, বনদস্যু কর্তৃক অপহৃত ১৮ জন জেলে ও তাদের ব্যবহৃত ১০ টি নৌকা এবং বনদস্যুদের ব্যবহৃত ১ টি নৌকা উদ্ধার করেছে। এ ছাড়াও সুন্দরবনের মৃগামারী খাল এলাকায় অভিযান চালিয়ে বনদস্যুদের ফেলে যাওয়া ২ টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অপারেশন টিমের সদস্যরা।কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গত ৩ জুন রবিবার খুলনার খান জাহান আলী সেতু সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ লাখ পিছ রেনুপোনা জব্দ করে কোস্টগার্ড বাহিনীর সিজি কন্টিনজেন্ট রুপসা ষ্টেশনের অপারেশনের টিমের সদস্যরা। আটককৃত রেনুপোনার বর্তমান বাজার মূল্যে আনুমানিক ১ কোটি টাকা বলে জানায় কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। জব্দকৃত রেনুপোনা রুপসা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নদীতে অবমুক্ত করা হয়। অন্যদিকে গত ১ জুন শুক্রবার দুপুরে সুন্দরবনে নলিয়ান পারার খাল সংলগ্ন এলাকায় মুক্তিপনের দাবিতে ১ মহিলা সহ ১৮ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড বাহিনীর অপারেশন টিমের সদস্যরা। এ সময় কোস্টগার্ড বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় বনদস্যুরা। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে জেলেদের ব্যবহৃত ১০টি নৌকা ও বনদস্যুদের ব্যবহৃত ১ টি বোট জব্দ করা হয়। উদ্ধারকৃত জেলেদের ওইদিন বিকেলে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। আবার গত ৩১ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে খুলনার খান জাহান আলী সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ টাকা মূল্যের ৪৪ লাখ পিচ রেনুপোনা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব রুপসা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নদীতে অবমুক্ত করা হয়। এদিকে গত ৩০ মে রাত সাড়ে ৮ টার দিকে কোস্টগার্ড বাহিনীর একটি অপারেশন টিম খুলনার রুপসাঘাট এলাকায় দুটি মাছের আড়তে অভিযান চালিয়ে ১২’শ কেজি পুশকৃত চিংড়ি জব্দ করেছে। চিংড়িতে অপদ্রব্য প্রয়োগ করার অপরাধে তালহা ফিস ও আলফি ফিস নামের দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও গত ২৯ মে দুপুরে সুন্দরবনের মৃগামারী খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জানা যায়, সুন্দরবন সংলগ্ন মংলা উপজেলার মৃগামারী খাল এলাকায় একদল দস্যু বেশ কয়েকদিন যাবত অবস্থান করছে এবং সুযোগ বুঝে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড বাহিনীর অপারেশন টিমের সদস্যরা। এ সময় কোস্টগার্ড বাহিনীর উপস্থিতি দ্রুত সেখান থেকে পালিয়ে যায় বনদস্যুরা। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকা সমূহে বনদস্যু-জলদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাস নির্মূল, অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। তিনি আরো বলেন, সুন্দরবন এলাকায় জলদস্যু- বনদস্যুদের অপতৎপরতারোধ ও বন্যপ্রাণী পাচারকারীদের কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।