ঢাকা লাল মাটিয়া গার্লস হাই-স্কুল দেশের স্থপতি সহ প্রধানমন্ত্রীর ছবি অবমূল্যয়ন !


স্টাফ রির্পোটার: রাজধানীর প্রান কেন্দ্রে অবস্থিত সুনাম ধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালমাটিয় গার্লস হাই-স্কুল । দেশের স্থাপতি এবং প্রধানমন্ত্রীর ছবি সরকার নিয়ন্ত্রীত যে কোন প্রতিষ্ঠান প্রধানের মাথা বরাবর টানিয়ে রাখার বিধান থাকা সত্বেও লাল মাটিয়া গার্লস হাই-স্কুলের প্রধান শিক্ষক মি.কামরুজ্জামান তাহা ভ্রুক্ষেপ করছেন না। এক সৈজন্য স্বাক্ষাতে অনিহা প্রকাশে ব্যক্ত করেন সময় হলে করবেন। স্কুলটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। যেখানে বর্তমানে ৩৮ জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা পরিচালিত হয়ে থাকে । এখানে প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান এর আসনের পিছনে দেশের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার কথা থাকলেও তাহা না থাকায় বিধিবর্হিভুত বটে। প্রকাশ থাকে যে, উপদেষ্টা পদে স্বপন কুমার সাহা আসনে অধীষ্ট আছেন। যার পিছনে ছবি দুটি রাখা আছে। যদিও স্কুলে উপদেষ্টা পদে কোন আসন থাকার কথা নয়, তথাপিও তিনি উপদেষ্টার আসনে উপবিষ্ট আছেন। এছাড়াও শিক্ষক-শিক্ষিকাদের হাজিরা যথা নিয়মে হচ্ছে না মর্মে এলাকাবাসী ব্যক্ত করেন। প্রধান শিক্ষক এর তদারকি না থাকায় শিক্ষকদের হাজিরা আগমন প্রস্থান নিয়ম অনুযায়ী হচ্ছে না। ক্লাস রুটিনে জাতীয় সঙ্গিতের কোন চিহ্ণ নেই। সে অনুযায়ী প্রতিষ্ঠানটি সঠিক ভাবে পালিত হচ্ছে না মর্মে শিক্ষক-শিক্ষিকােেদর ভাষ্য মতে সমাবেশ হয় মর্মটি ব্যক্ত করতে ব্যর্থ হয় । এক্সট্রা ক্লাস এর অজুহাতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে লক্ষাধিক টাকা ফি আকারে হাতিয়ে নিচ্ছে মর্মে জানা যায়। প্রকারান্তে শিক্ষক হাজিরা খাতা সুদূর এম পিও থেকে অধ্যবদি পর্যন্ত হ-য-ব-র-ল লক্ষ্য করা যায়। যাহা উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনে অত্র তথ্যটি প্রকাশ করা হলো । (বিস্তারিত আকারে আগামীতে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *