বেনাপোলে কথিত বন্দুক যুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশের দাবি
বেনাপোল সংবাদদাতা: বেনাপোলের বড় আচড়া সীমান্তে আজ বুধবার ভোররাতে কথিত বন্দুক যুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশের দাবি। পুলিশের দাবি, এরা মাদকের ব্যবসায়ী। ভোর চারটার পর ঘটে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেনাপোলের ভবেরবেড় গ্রামের শাজাহানের ছেলে লিটন মিয়া (৪২) ও অঞাতনামা (৪৫) ।বেনাপোল পোর্ট থানা পুলিশজানায়, ভোর ৪ টার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন। নিহত দু জনেরই মাথায় গুলিবিদ্ধ ছিল। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বুধবার ভোরে বেনাপোল’র বড় আচড়া সীমান্ত এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি মরদেহ মেলে।’
হাসপাতালে উপস্থিত ব্যক্তিরা বলছেন, নিহত দুইজনের মাথার খুলি উড়ে গেছে গুলিতে। ওসি আরও জানান, নিহত লিটন মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে ১০ কেজি গাজা ,একটি পি¯তল, দুই রাউন্ড গুলি ওর্ গুলির খোসা উদ্ধার করেছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদšেতর জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই দুই ব্যক্তি মারা গেছেন। তবে নিহতদের পরিবারের কোন খোজ মেলেনি।