শরীয়তপুরে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধ নিহত।


মোঃ জামাল উদ্দিন,শরীয়তপুর ব্যুরো: দুই পরিবারের পূর্ব শত্রুতার ছিলো, গত এক সপ্তাহ আগে ছাগলের গাছ খাওয়াকে কেন্দ্র করে ওই শত্রুতা আরও চরমে পৌছে যায়। একপর্যায়ে দুই পরিবারের গৃহবধূদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ লাগলে এক বৃদ্ধ থামাতে গেলে তাকে ঢিল মারা হয়, বৃদ্ধ এই ঘটনায় নিহত হয়। শনিবার এ ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দুর্গম চর কাঁচিকাটা ইউনিয়নের দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামে।ওই বাসিন্দা আলমগীর মৃধার স্ত্রী রিপনা বেগমের (৩০) ছোড়া ঢিলের আঘাতে তার প্রতিবেশী দরিদ্র কৃষক মজিদ রাঢ়ী (৬০) নিহত হন। নিহত মজিদ রাঢ়ী একই গ্রামের বাসিন্দা মৃত অলি রাঢ়ীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত রিপনা বেগমকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা বারেক মিয়া ও অন্যরা জানান, দীর্ঘদিন ধরে দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা আলমগীর মৃধা ও তার প্রতিবেশী দুদু মিয়া মৃধার পরিবারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সংঘর্ষ চলছিল। প্রায় এক সপ্তাহ আগে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে এই দুই পরিবারের লোকজনের মধ্যে আরও উত্তেজনা দেখা দেয়।শনিবার সকালে বিষয়টি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন আলমগীর মৃধার স্ত্রী রিপনা বেগম ও দুদু মিয়া মৃধার স্ত্রী তাসলিমা বেগম। এ সময় তাদের প্রতিবেশী মজিদ রাঢ়ী দুপক্ষের বিবাদ থামাতে গেলে রিপনা বেগম তাকে উদ্দেশ্য করে ঢিল ছোড়েন, ঢিলটি মজিদ রাঢ়ীর বুকের ওপর গিয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।পরে স্থানীয় লোকজন রিপনারে আটক করে সখিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।তবে স্থানীয়দের অনেকের দাবী ছিলো উভয়কেই পুলিশের ধরা উচিউ ছিলো, তাহলে এই ধরনের ঘটনা অার কেউ করার সাহস পেতো না। এই ঘটনায় উভয় পরিবাই সমান অপরাধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *