ইফতারে চেতনানাশক ওষুধ মিশিয়ে সর্বস্ব লুট


রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ৩২ জন এবং ২৯ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজ্ঞান পার্টির সদস্যরা জানিয়েছে, ইফতারের সময় গণপরিবহনে থাকা সরল যাত্রীদের টার্গেট করতো তারা। এরপর ইফতার বিক্রির নামে ইফতারের ডাব, পানি ও জুস ইত্যাদি খাবারের মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতো তারা। আর ছিনতাইকারীরা যাত্রীদের নাকেমুখে মলম লাগিয়ে তাদের অজ্ঞান করে সব লুটে নিতো। রবিবার (২৭ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘গত ২৪ ঘন্টার অভিযানে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির মোট ৬১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞান পার্টির সদস্যদের শ্যামলী, জুরাইন, কমলাপুর ও নিউমার্কেট থেকে গ্রেফতার করা হয়।’তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অজ্ঞান পার্টির সদস্যরা জানায়, যাত্রীদের ট্যাবলেট মিশ্রিত চা, ডাব, পানি ও জুস ইত্যাদি খাওয়াতো তারা। খাবার খেয়ে যাত্রীরা অজ্ঞান হয়ে পড়লে তাদের সঙ্গে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতো।’ডিবির এই মুখপাত্র আরও বলেন, ‘গুলিস্থান, নিউমার্কেট ও শাহবাগ থেকে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের এবং মার্কেটে আসা ক্রেতাদের সুকৌশলে ও সরলতার সুযোগ নিয়ে নাকে মুখে ও চোখে চেতনানাশক মলম লাগিয়ে তাদের নিকট হতে মোবাইল, ব্যাগ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।’তিনি বলেন, ‘গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯২টি লেক্সোটেনিল ও ৪০টি লুজিকাম চেতনানাশক ট্যাবলেট এবং ২টি ঝান্ডুবামসহ একাধিক মলমের কৌটা উদ্ধার করা হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *