ঝিনাইদহে গান্না ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রায় অচল প্রায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অফিস করে সপ্তাহে দুই এক দিন
সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রায় অচল হতে বসেছে। এই ইউনিয়নের প্রায় ২৭ গ্রামের মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা পাওয়ার জন্য সরকার একটি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করলেও তাদের ঠিক মত পাওয়া না যাওয়ার কারনে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়ন বাসী। এই স্বাস্থ্য কেন্দ্রে একজন উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার থাকলে সে ঠিক মত অফিস করে না। খোঁজ নিয়ে জানা গেছে যে সে কুষ্টিয়া তার নিজের বাড়িতে থাকে। সপ্তাহে এক থেকে দুই দিন এসে অফিস করে খাতায় পুরা সপ্তাহের স্বাক্ষর করে বাড়ি চলে যায় তাই ১২ টার বেশী থাকে না। আরও জানা যায় যে তার নিজের জেলা কুষ্টিয়াতে সে প্রাইভেট রোগী দেখে। তাই সেখানে বদলি হয়ে যাওয়ার চেষ্টা করছে। যার কারনে কেউ এই কেন্দ্রে আসলেও কাউকে না পাওয়ার কারনে ফিরে যেতে হয়। যার কারনে এখন আর কেউ এই স্বাস্থ্য কেন্দ্রে আসে না। যার ফলে এই অফিসের পাশের পড়ে থাকা সরকারি ঘরটি এখন তাসখেলা ও মাদক সেবীদের আড্ডা খানায় পরিণত হয়েছে। এলাকাবাসী অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার ২৩ শে মে বেলা ১২ টা ৩০ মিনিটের সময় গিয়ে দেখা যায় স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রটি তালা মারা অবস্থায় বন্ধ আছে। তবে অফিসের সামনে একটি সাইন বোর্ডে লেখা আছে সরকারি ছুটি ব্যাতিত অফিস সময় সকাল ৮ ঘটিকা হয়ে দুপুর ২ টা ৩০ মি পযুন্ত। স্থানীয়রা জানায় সকাল থেকে অফিস বন্ধ কেউ অফিসে আসেনি। এই ভাবেই চলছে গান্না ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি। এই সময়ে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আব্দুছ ছামাদের নিকট মোবাইলে জানতে চাইলে সে বলে যে আমি তো ঝিনাইদহে আছি আফিসের কাজে। তবে কেন্দ্র বন্ধ থাকার কথা না নিরাপত্তা প্রহরী মোসলেম উদ্দিনের থাকার কথা। সে নেই বললে, বলে যে সে হয়তবা মহেশপুর গিয়েছে কাগজ পত্র নিয়ে আসার জন্য।এই প্রসঙ্গে ঝিনাইদহ জেলা পরিবার স্বাস্থ্য পরিবার কল্যানের জেলা ভারপ্রপ্ত উপ পরিচালক ডাঃ জাহিদ আহাম্মেদের নিকট মোবাইল করলে সে জানায় যে গান্না ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি বন্ধ থাকার কথা নয়। হয়ত পাশে কোন গ্রামে স্যাটালাইট ক্যাম্প আছে সেখানে সবাই আছে। তারপরে আমি আপনাকে ঘটনা জানাচ্ছি পরে আর কিছুই জানায় নি।