মোল্লাহাটে দুস্কৃতিকারীদের হামলায় ভূমি মালিক পক্ষের আহত-৪


মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাটে দুস্কৃতিকারীদের পরিকল্পিত হামলায় ভূমি মালিক পক্ষের চার ব্যক্তি আহত হয়েছে। উপজেলার কোদালিয়া গ্রামে গত মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলকাবাসী। পরে অবস্থার ক্রমাবনতির কারনে আহতদের মাঝে সোহেল খান (৩০)’কে খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়া আহত শাহানারা বেগম (৩৮), ইকরাম আলী খান (৬০) ও শফিক খান (২৮) ওই হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করছেন। ওই ঘটনায় আহত শাহানারা বেগম দুস্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও আহত ব্যক্তি সুত্রে প্রকাশ-রাঙ্গামাটিয়া মৌজার ১৬৮২ নং খতিয়ানের ৬৪৬৯ নং দাগের মোট ১ একর ৩৬ শতক জমির মধ্যে ৬৪ শতক জমি দীর্ঘ ৬০/৬৫ বছর ধরে নিস্কন্টক ভোগ দখল করছে ভিকটিম পক্ষ। সম্প্রতি একই গ্রামের আশরাফ আলী মোল্লার নেতৃত্বে কতিপয় দুস্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে উক্ত শান্তিপূর্ণ ভোগকৃত জমি জবর দখলের ষড়যন্ত্র করে। যে কারণে জমির মালিক পক্ষ আদালতের আশ্রয় নেন। ঘটনার দিন উক্ত জমির সঠিক ভোগের পরিমান ও সিমানা নির্ধারণে সরেজমিনে যান উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও সংশ্লিষ্ট নায়েব। ওই দুই ব্যক্তির সামনেই আশরাফ আলীর নেতৃত্বে ৮/১০ জন দুস্কৃতিকারী অতর্কিত হামলা চালায় জমির মালিক পক্ষের ওপর। ওই ঘটনায় তাৎক্ষণিক কাজ বন্ধ করে কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সার্ভেয়ার ও নায়েব। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। দুস্কৃতিকারীরা হামলার সময় আহত শাহানারা বেগমের প্রায় অর্ধ লক্ষ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন কেড়ে নেয় বলেও জানায় ভিকটিম পক্ষ। এখনও দুস্কৃতিকারীদের হুমকি ও মারমূখি আচারনে নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান জমির মালিক পক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *