ভোলাহাটে ভেজাল বিরোধী অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের অর্থদন্ড


ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: রমজান মাসে ভেজাল বিরোধি অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রষ্ঠিানকে ১৪ হাজার টাকা অর্থদন্ড করেছে মোবাইল কোর্ট। বুধবার বিকেলে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে উপজেলার ফুটানীবাজার মুন্জুর আলীর ছেলে বাবুর মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করেন। তার দোকানে বাশি, পচা ও মেয়াদ উর্ত্তীণ খাবার পাওয়ায় সেগুলো সেখানেই ধংস করা হয় এবং ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই বাজারে হাউসপুর গ্রামের মোহম্মদ আলীর ছেলে আজিজুল হক মাছের জন্য ব্যাবহারকৃত বরফ ও ক্ষতিকারক রং মিশিয়ে ইফতারের জন্য সরবত তৈরী করায় তাকে ২হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং খাদ্যগুলো ধংস করা হয়। অপরদিকে সুরানপুরের হাঁসপুকুরে জাকারীয়ার ছেলে সাদিকুল ইসলাম একই রকম কাজ করায় তাকেও ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ অভিযান চলবে বলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *