স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
রাজশাহীর তানোর উপজেলার জুরানপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সুম্মাতুন (৩২) কে হত্যা করে তার স্বামী নিশার উদ্দিন। এরপর নিশার উদ্দিনও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সোমবার (২২ মে) রাতে চান্দুড়িয়া ইউনিয়নের জুয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। তানোর থানা পুলিশ মঙ্গলবার (২২ মে) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠিয়েছে। পাশাপশি নিশারকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করে।জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতের কোন এক সময় নিশার উদ্দিন স্ত্রী সুম্মাতুনকে গলা টিপে হত্যা করে নিজেও আত্মহত্যার জন্য বিষপান করে। পরে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে তাকে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যায়। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও নিশারকে গ্রেফতার করে। নিহত সুম্মাতুনের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও নিশারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে নিশার পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে তানোর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘স্ত্রী হত্যার ঘটনায় নিশারকে আটক করা হয়েছে। সে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিল। পুলিশ পাহারায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটানা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’