ইসলামপুরে কর্মসংস্থান কর্মসূচি’র বেহাল অবস্থা


ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: ইসলামপুরে অতিদরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচি” ২য় পর্যায়ে প্রকল্পের কাজের বেহাল অবস্থা বিরাজ করছে। জানা গেছে,উপজেলা প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্টরাসহ ট্যাগ অফিসারদের তদারকি না থাকায় ইজিপিপি’র উদ্দেশ্য ও আদশ্য সরকারী নীতিমালা ও নির্দেশনা এ উপজেলায় বাস্তবায়ন না হওয়ায় সরকারের ইজিপিপি প্রকল্পের উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে।প্রকল্পের ২য় পর্যায়ের বরাদ্ধ তিন কোটি ২১লাখ ৬২হাজার ৫০২ টাকা লুটপাটের মহোৎসব চলছে। প্রকল্পের ১৫কর্মদিবস অতিবাহিত হলেও ৯মে বুধবার সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে,কাজের বেহাল অবস্থার ভয়াবহ চিত্র। কোন প্রকল্পের শ্রমিক নেই, প্রকল্প এলাকা নেই প্রকল্পের কোন সাইন বোর্ড। অনুসন্ধানে দেখা গেছে,উপজেলার ১২টি ইউনিয়নের ৭৭ টি উন্নয়ন প্রকল্পের অনেক প্রকেল্পর এখনো কাজই শুরু হয়নি। কিছু কিছু প্রকল্পে কাজ শুরু করলেও শ্রমিক নেই কাজে। ইসলামপুর সদর ইউনিয়নের ৩১নং প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। এছাড়া ৩২ নং ও ৩৬ নং প্রকল্পের কাজ ১৪কর্ম দিবস অতিবাহিত হওয়ার পর দুই দিন ধরে কাজ ধরলেও অতিদরিদ্র শ্রমিকের বদল প্রকল্প সভাপতি কাজ করছে ট্রাক্টর গাড়ি দিয়ে। মাটি রাস্তা ছড়িয়ে দেওয়ার জন্য নিয়েছেন কিছু চুক্তি ভিত্তিক শ্রমিক। এছাড়াও চরপুটিমারী ইউনিয়নের ৬৬ নং ও ৭১ নং প্রকল্পের কাজ এখানো শুরু হয়নি।এছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে, কোন কোন প্রকল্পের কাজ শুরু হলেও তালিকা ভুক্ত শ্রমিকরা কাজে নেই,কাজ করছে চুক্তি ভিত্তিক কিছু শ্রমিকরা।এভাবেই চলছে ইসলামপুর উপজেরা ২য় পর্যায়ে অতিদরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচি” ২য় পর্যায়ে প্রকল্পের কাজ। বিষয়টি যেন দেখার কেউ নেই।এব্যাপারে রহস্যজনক কারণে নিরব ভুমিকা পালন করছে ইজিপিপি কর্মসূচির সুুষ্ঠু,স্বচ্ছ ও সময়োচিত বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত উপজেলা কমিটি’র সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সদস্যরা।কাজের এ বেহাল অবস্থা ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন উপজেলা কমিটি’র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নিএব্যাপারে প্রকল্প সুপার ভাইজার মমিনুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি কোন সদোত্তর দিতে পারেনি। ইজিপিপি উপজেলা কমিটি’র সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, প্রকল্পের কাজ ঠিকভাবে না হলে বিল দেওয়া হবে না। জানা যায়,জেলার ইসলামপুর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়িত ২০১৭-১৮ অর্থ বছরের ২য় পর্যায়ের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ইজিপিপি’র প্রকল্পের কাজের ১২টি ইউনিয়নে ৭৭টি প্রকল্পের ৩হাজার ৭৯২প্রকল্পের জন উপকার ভোগী রয়েছে। এ সকল উপকারভোগী ৪০ কর্মদিবসে দৈনিক ২০০/-টাকা হারে মজুরি পাওয়ার কথা। কিন্তু বাস্তবে উল্টোচিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *