নোয়াখালীতে সড়ক নির্মান কাজে রাস্তায় বেঁধে রাখা লোহার চেইনের সাথে ধাক্কা লেগে কলেজ ছাত্র নিহত। আহত-২
নাজিম উদ্দিন মিলন, নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালী বেগমগঞ্জে আটিয়াবাড়ী পোলের কাছে রাস্তা নির্মানের কাজে রাস্তার উপর বেঁধে রাখা লোহার চেইনের সাথে দ্রুত গতিতে মোটর সাইকেল আরোহী তিন যুবকের মধ্যে রিমন (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত এবং দুজন মারাত্বক আহত হয়। রিমন হাজীপুর ইউনিয়নের প্রবাসী মোঃ হারুনের বড় ছেলে, সে চৌমুহনী এস এ সরকারী কলেজের ছাত্র এবং এইচ.এস.সি পরিক্ষার্থী।প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গল বার রাস্তা নির্মান কাজে ঠিকাদারের লোকজন বিদ্যুতের পিলার ও গাছের সাথে লোহার চেইন বেঁধে রাস্তা বন্ধ করলেও লোহার চেইনে কোন রঙ্গীন কাপড় বা সংকেত বুঝার মতো কোন চিহ্ন না দেওয়া শুধু লোহার চেইনটি দুর হতে অদৃশ্য দেখায়।সন্ধ্যার একটু আগে দ্রুত গতিতে রিমন তার দুই বন্ধুসহ মোটর সাইকেল চালাতে গিয়ে চেইনটি তার চোখে না পড়ায় তার গলায় ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। তিন জনকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর রিমনের অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে কাঁচপুর এলাকায় এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।