কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে শীর্ষ সন্ত্রাসী আলতাফ নিহত।


হেলাল উদ্দিন, দৌলতপুর উপজেলা প্রতিনিধি (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী আলতাব হোসেন (৩৮) নিহত হয়েছেন। গত সোমবার রাত সোয়া ৩টার দিকে দৌলতপুর-কাতলামারী সড়কের পিপুলবাড়িয়া গ্রামের বালুরমাঠে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আলতাব হোসেন দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের মোশরাফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে একদল সন্ত্রাসী পিপুলবাড়িয়া বালুরমাঠে অবস্থান করছে, এমন গোপন সংবাদে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী আলতাব হোসেন গুলিবিদ্ধ হন। অন্যরা পিছু হটলে পুলিশ আলতাবকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান৷ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করেছে। এছাড়াও বন্দুকযুদ্ধের সময় পুলিশের এসআই আব্দুর রাজ্জাক, এএসআই আরিফ হোসেন ও কনস্টেবল হাসান আলী আহত হয়েছেন। তিনি আরও জানান, নিহত আলতাব হোসেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *