বেনাপোলে পরিত্যাক্ত অবস্থায় কোটি টাকা মূল্যের ডলার জব্দ
বেনাপোল সংবাদদাতা:বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় প্রায় কোটি টাকা মূল্যের ১ লাখ ১১ হাজার ৯শ’ মার্কিন ডলার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। রোববার (০৬ মে) রাত১০ টার দিকে ভারত সীমান্তর্বতী এলাকা বেনাপোলের সাদিপুর কাঁঠাল বাগান নামক স্থান থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ওই বৈদেশিক মুদ্রার চালানটি জব্দ করেন।বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার হবে। পওে বিজিবি সীমান্তে নিরাপত্ত াজোরদার করে। এক পর্যায়ে এক পাচারকারী বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে ধাওয়া করা হয়। এসময় সঙ্গে থাকা একটি পোটলা ফেলে পালিয়ে যায় সে। পওে বিজিবি ওই পোটলার মধ্য থেকে প্রায় কোটি টাকা মূল্যের ১ লাখ ১১ হাজার ৯শ’ মার্কিন ডলার পাওয়া যায়।৪৯ বিজিবির লে, কর্ণেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত কওে জানান, জব্দকৃত ডলার বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।