রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া গোয়েন্দা পুলিশ আটক
রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ভুয়া পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।রোববার দুপুরে ইউসুফপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোন্নাফের মোড়ের মৃত মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশীদ (৪২) ও বাঘা উপজেলার জিন্নাতের আলীর ছেলে মাসুদ রানা (৩২)।বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছে থেকে খবর পেয়ে ভুয়া ডিবি পরিচয়ে মাসুদ ও মামুনুর রশীদকে আটক করা হয়েছে। তবে তাদের সহযোগী বাঘা উপজেলার পারুল, লিখন, পুঠিয়া উপজেলার ইউসুফের ছেলে সুজন, চারঘাট উপজেলার শিবপুর এলাকার আনিসুর রহমানের ছেলে মিলন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে সুমন ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে। সেই সঙ্গে অন্যদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।