অক্টোবরে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল: ইসি


চলতি বছরের অক্টোবরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তবে অক্টোবরের কত তারিখ নাগাদ তফসিল ঘোষণা হতে পারে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। সোমবার (৩০ এপ্রিল) আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে জাতীয় নির্বাচনের সীমানা নির্ধারণ ২০১৮ নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। রফিকুল ইসলাম বলেন, ‘এবার ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৫টি আসনে পরিবর্তন এনেছে কমিশন। ঢাকার কোনও আসনের সীমানা পরিবর্তন হয়নি।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘অক্টোবরের কত তারিখে জাতীয় নির্বাচনের সিডিউল ঘোষণা করা হবে সেটা কমিশন সিদ্ধান্ত নেবে।’প্রসঙ্গত, দুই যুগেরও বেশি সময় পর দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিকে বাইরে রেখে ২০১৪ সালের ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সে অনুযায়ী ২০১৯ সালের জানুয়ারি মাসের ২৮ তারিখের মধ্যে একাদশ জাতীয় নির্বাচন করার সংবিধানিক বাধ্যবাধকাতা রয়েছে। এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার মোট ২৫টি আসনে পরিবর্তন আনা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *