পৌনে ২ কোটি টাকার শাড়ি জব্দ সুন্দরবনে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ১


মনির হোসেন, মংলা: বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অপারেশন টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন এলাকা সমূহে পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধারের পাশাপাশি কুখ্যাত বনদস্যু মোশারফ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে। বনদস্যু বাহিনীর হাতে জিম্মি থাকা ৮ জেলেকে উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধি ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। এছাড়াও খুলনার খান জাহান আলী সেতু সংলগ্ন এলাকায় একটি পিকআপ গাড়িতে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে আনা পৌনে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক করা হয়েছে। কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ সাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ এপ্রিল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার খান জাহান আলী সেতু সংলগ্ন এলাকায় একটি পিকআপ গাড়িতে তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে আনা ২৩২৭ পিছ শাড়ি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোস্টগার্ড কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজার মুল্য ১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। এছাড়াও গত ১৮ এপ্রিল সন্ধ্যা ৬ টায় সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় কুখ্যাত দস্যু দাদা ভাই বাহিনী ও মোস্তাক বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের কলাগাছিয়া এলাকায় দাদা ভাই বাহিনী ও মোস্তাক বাহিনী মুক্তিপনের দাবিতে আটকে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। এ সময় কোস্টগার্ড বাহিনীর উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি করতে শুরু করলে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে দস্যুরা বনের গভীরে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৮ জন জেলে,১ টি অস্ত্র, ১৫ রাউন্ডগুলি, ৮০ টি গুলির খোসা,১ টি দা,১ টি কুড়াল, ৪ টি নৌকা ও একটি ইন্জিনচালিত নৌকা আটক করা হয়। অন্যদিকে গত ১২ এপ্রিল দুপুরে সুন্দরবনের ভাইজোড়া খাল এলাকায় বনদস্যু মোশারেফ বাহিনীর সাথে কোস্টগার্ড বাহিনীর বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। কোস্টগার্ড বাহিনী জানায়, সুন্দরবনের ভাইজোড়া খাল এলাকায় কুখ্যাত দস্যু মোশারফ বাহিনী অপতৎপরতা চালানোর চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। এ সময় কোস্টগার্ড বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি করতে শুরু করলে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষেরর ঘন্টাব্যাপী গুলি বিনিময়ের এক পর্যায়ে দস্যুরা পিছু হটতে শুরু করলে এক দস্যুকে ৩ টি দেশীয় অস্ত্র ও ২০ রাউন্ড গুলিসহ আটক করা হয়। আটককৃত দস্যু খোকন মৃধার বিরুদ্ধে মংলা থানায় মামলা হওয়ার পর তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের স্টাফ অফিসার ( অপারেশন) লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকা সমূহে বনদস্যু জলদস্যুদের অপতৎপরতা রোধ ও বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে কোষ্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *