আদমদীঘিতে গভীর রাতে বসত বাড়ীতে হামলা ॥ ভাংচুর-লুটপাট


আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামে শুক্রবার গভীর রাতে একদল দৃস্কৃতিকারীরা এক খর ব্যবসায়ীর বসত বাড়ীতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণলংকার লুটপাট ও নব-বধুকে মারপিটের ঘটনা ঘটেছে। মারপিটে আহত নব-গৃহবধু সাথী বেগম (১৯) কে ওই রাতেই আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।জানা যায়, আদমদীঘি ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামের খর ব্যবসায়ী মাহবুল ইসলাম প্রতিদিনের মত শুক্রবার ব্যবসায়ী কাজ শেষে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। রাত দেড় টার সময় ৭/৮ জন জনের দৃস্কৃতিকারী দল দেশীয় অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে বসত বাড়ীতে হামলা চালিয়ে গৃহকর্তা মাহবুল ইসলামকে জিম্মি করে তার ছেলে রাসেলের শয়ন ঘরে ঢুকে তাকে ও তাঁর স্ত্রীকে বেদম মারপিট করে ঘরের আসবারপত্র সহ আলমারীর ড্রায়ার ভেঙ্গে নগদ ১ লক্ষ ৫৫ হাজার টাকা ও গৃহবধু সাথীর গলার ও কানের সোয়া ভরি ওজনের স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দৃস্কৃতিকারীরা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি। এ ব্যাপারে অফিসার ইনচার্জ আবু সায়িদ মোঃ ওয়াহেদুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *