ইসলামপুরে রাতে মরা গাইগরু জবাই করে বিক্রি! গোস্তসহ কসাই আটক
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর পৌর শহরে রাতে মরা গাইগরু জবাই করে বিক্রি করার সময় এলাকাবাসীর হাতে নাতে গোস্তসহ কসাই আটক হয়েছে। এলাকাবাসী জানায়,ইসলামপুর পৌর শহরের ৭নং ওয়ার্ড পলবান্ধার বাসিন্দা সিরাজুল ইসলামের একটি সদ্য প্র¯্রব করা রুগাকান্ত গাইগরু শুক্রবার দিবাগত রাতে মারা যায়। মরার এক ঘন্টা পর কোন পরীক্ষা নিরিক্ষা ছাড়াই ১২টার দিকে গরুর মালিক সিরাজুল ইসলাম নিজেই নিকটাত্বীয় ইসলামপুর পচাবহলা কসাইদের খবর দেয় এবং বাসার গেট তালা লাগিয়ে ২০হাজার টাকা দাম ধরে মরা গরুটি কেটে সিলে বস্তাবন্ধী করতে থাকে। এ খবর প্রতিবেশীর এক কান,দুই কান করে ছড়িয়ে পড়লে; এলাকাবাসী ঘটনার সত্যতার খোজঁ নিতে ঘটনাস্থলে পৌঁছলে কসাইরা দৌড়ে পালায়। এসময় এলাকাবাসী পচাবহলা গ্রামের আব্দুল আলিমের ছেলে কসাই হাসমত আলীকে ধাওয়া করে এক পর্যায়ে আটক করে। পরে রাতেই মরা গরুর গোস্তগুলি গোয়াল ঘরের পাশে পুঁেত রাখা হয়। এসময় কসাইদের ফেলে যাওয়া ২টি মরটর মটর সাইকেলও আটক করে এলাকাবাসী। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সমাজপতিরা আজ শনিবার বিকালে শালিস দরবার করে অভিযুক্ত গরুর মালিক আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবেন বলে জানা গেছে।এব্যাপারে রাতে উপজেলা নির্বাহী ম্যাজেষ্ট্রিটে ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি জানান,বিষয়টি স্থানীয় জন প্রতিনিধিদের জানান,সকালে প্রয়োজনীয় ব্যাবস্থা হবে। এব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান শাহিন জানান,বিষয়টি ভ্রাম্যমান আদালতে। তবে স্থানীয় ভাবে বিচার করলেই ভালো হয়।এব্যাপারে ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ এর সাথে যোগাযোগে করলে তিনি জানান শুনেছি মরা গরু জবাই করেছে। দেখি কি করা যায়। স্থানীয় মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম ও তার স্বামী বাচ্চু জানান,মৃত হোক আর জীবিত হোক সদ্য প্র¯্রব করা গাইগরু জবাই করে বিক্রি করা নিষিদ্ধ। এতে জনস্বাস্থ্য হুমকীতে পরবে।এব্যাপারে শনিবার সকালে ঘটনাস্থলে গেলে গরুর মালিক সিরাজ ও তার পরিবার ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এমন ভূল আর জীবনেও আর জীবনেও করবে না বলে জানান। তবে এঘটনায় এলাকাবাসীর মাঝে বেশ ক্ষোভ বিরাজ করছে।