গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নারীর ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়নে নারীকে মূলধারায় সম্পৃক্ত করার স্বীকৃতি হিসেবে এবছর ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৭ এপ্রিল) অস্ট্রেলিয়ার সিডনির ইন্টরন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘গ্লোবাল সামিট অব উইমেন’ এ প্রধানমন্ত্রী এ পদক গ্রহণ করেন।পুরস্কার গ্রহণের পর প্রধানমন্ত্রী বলেন, ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়ে আমি খুবই আনন্দিত এবং সম্মানিতবোধ করছি। আমি বিশ্বব্যাপী নারীদের এই পুরস্কার উৎসর্গ করছি, যারা ভাগ্য পরিবর্তনে নিজেদের ক্ষমতার পরিচয় দিয়েছেন।’তিনি বলেন, ‘২০১৮ সালের গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে সম্মানিত মনে করছি। আমাকে এ পুরস্কারের জন্য মনোনীত করায় আমি গর্বিত।’প্রধানমন্ত্রী বলেন, ‘নারীরা ১৯৪৮ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে স্বক্রিয় ভূমিকা পালন করেছে। মুক্তিযুদ্ধে দুই লক্ষ নারী তাদের সম্মান হারিয়েছেন।’শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধে সম্মানহানীর শিকার নারীদের জন্য ‘পুনর্বাসন কেন্দ্র’ প্রতিষ্ঠা করেন। এসময় তাদেরকে বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করা হয়।’অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড নিতে তিনদিনের সফরে সিডনি অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আমন্ত্রণ জানানো জন্য প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকেও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শেখ হাসিনা ৪ দফা প্রস্তাব তুলে ধরেন।