ভারতে পাচারকালে ৩২০টি স্বর্ণের বার জব্দ


চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে পাচারকালে ৩২০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ওজন ৩৭ কেজি এবং আনুমানিক দাম ১৬ কোটি টাকা।বুধবার (২৫ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে বারগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনও পাচারকারীকে আটক করা যায়নি।চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সকাল থেকে নাস্তিপুরসহ আশাপাশে অবস্থান নেয়। বিকেল পৌনে ৩টার দিকে নাস্তিপুর সীমান্তের ৮০ নম্বর মেইন পিলারের কাছে সন্দেহভাজন তিন পাচারকারীকে দেখতে দেখা যায়। এসময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা তিনটি ব্যাগ মাথাভাঙ্গা নদীতে ফেলে সাঁতরে ভারতে পালিয়ে যায়। এর পর বিজিবি সদস্যরা নদী থেকে ব্যাগ তিনটি উদ্ধার করলে ব্যাগগুলোর ভেতর স্বর্ণের বারগুলো পাওয়া যায়।বিজিবি পরিচালক ইমাম হাসান আরও বলেন, ‘তিনটি ব্যাগ থেকে মোট ৩২০টি সোনার বার উদ্ধার করা হয়। পরে বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকদের উপস্থিতিতে মেপে ওজন সেগুলোর ওজন দাঁড়ায় ৩৭ কেজি। যার দাম ১৬ কোটি টাকা।’সোনার বারগুলো জেলা ট্রেজারিতে জমা রাখার পাশাপাশি এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান ওই বিজিবি কর্মকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *