নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ন্ত্রণ
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ন্ত্রণের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন অাহমদ।বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে অাগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে অাইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অাইনশৃঙ্খলা বিহিনী সহযোগিতা করবে জানিয়ে ইসি সচিব বলেন, ‘ভোটে নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, বিজিবি, অানসারসহ পর্যাপ্ত অাইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন।’যেকোনো স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না বলে জানান হেলালুদ্দীন অাহমদ।তিনি বলেন, এ নির্বাচনে সব রাজনৈতিক দলের প্রার্থীদের সমান সুযোগ থাকবে। অামরা অাশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বৈঠকে অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অামাদের এ বিষয়ে অাশ্বস্ত করেছেন।’সচিব অারও বলেন, ‘সোশাল মিডিয়ায় বিভিন্ন সময় গুজব ছড়ানো হয়। এই দুই সিটি নির্বাচনে এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। তা নিয়েও বৈঠকে অালোচনা হয়েছে। এ বিষয়ে বিটিঅারসি ও মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করা হবে। গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও নির্বাচনের সময় দায়িত্বপালন সম্পর্কে বৈঠক করা হবে বলেও জানান ইসি সচিব।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।