বেনাপোল সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ৯টি সোনার বার উদ্ধার
বেনাপোল সংবাদদাতা: বেনাপোল বন্দর থানার পুটখালি সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯ টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। মঙ্গলবার (১৭ )দুপুর ১২টার সময় সোনার-বার উদ্ধার করা হয় ।বিজিবি জানায় নিজস্ব গোয়েন্দা সংবাদে জানতে পারি বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবির একটি টহল দল সীমান্তের খলশী বটতলায় অভিযান চালায়। এ সময় কয়েক জন স্বর্ন পাচারকারী একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পোটলাটি ক্যাম্পে নিয়ে তার মধ্য তল্লাশি করে ৯ টি সোনার বার পাওয়া যায় । যার আনুমানিক মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা।২১ বিজিবির লে, কর্ণেল তারিকুল হাকিম ৯টি সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওউদ্ধারকৃত সোনা বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।