ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা গ্রেফতার
ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দীন ওরফে ভূমি কুতুবকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রাজধানীর গুলশানে ১০ কাঠা জমি ভুয়া আম মোক্তার দেখিয়ে নিজের শ্বশুরের নামে হস্তান্তর করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এ ছাড়া কুতুব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অনেকগুলো অভিযোগ দুদকে অনুসন্ধান পর্যায়ে রয়েছে। রবিবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা তাকে গ্রেফতার করা হয়।দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলমের নেতৃত্বে একটি দল সরকারি জমি দখল ও অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় করা এক মামলায় কুতুব উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর গুলশানে ১০ কাঠা জমি ভুয়া আম মোক্তার দেখিয়ে নিজের শ্বশুরের নামে হস্তান্তর করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এ ছাড়া কুতুব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অনেকগুলো অভিযোগ দুদকে অনুসন্ধান পর্যায়ে রয়েছে।