চট্টগ্রাম জেলার বোয়ালখালিতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দগ্ধ ১, নিহত ২
চট্টগ্রামে পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার জেলার বোয়ালখালি, রাউজান ও সীতাকুণ্ডে এসব হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে আরও একজন।চমেক হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা (এএসআই) আলাউদ্দিন তালুকদার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় সুত্র জানায়, সকালে জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডিতে পুকুরে ডুবে মারা যায় মিজানুর রহমান নামের ছয় বছরের এক শিশু।বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার মো. বাবর জানান, মিজানুরকে পুকুর থেকে তুলে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নানার বাড়ির পাশের পুকুরে গোসল করতে পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন মিজানের মামা আজগর আলী। মিজান মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র ছিল।
এদিকে সীতাকুণ্ডের ফৌজদারহাটে গাড়ির চাকায় হাওয়া ভরার সময় মেশিন বিস্ফোরণে মো. মানিক (২০) অগ্নিদগ্ধ হয়েছেন। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।সোমবার সকাল সাড়ে ১১টার দিতে সীতাকুণ্ডের ফৌজদারহাটে এ ঘটনা ঘটে।পুলিশ জানান, ফৌজদারহাটে কলেজের পাশে এমএন টান্সপোর্টে গাড়ির চাকায় হাওয়া ভরছিলেন মানিক। হঠাৎ হাওয়া ভরার মেশিন বিস্ফোরিত হয়। এ সময় অগ্নিদগ্ধ হন তিনি।
এছাড়া জেলার রাউজান উপজেলার শমসের নগর আদর্শ গ্রামে মো. সোহেল (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে খুন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, রোববার থেকে গুচ্ছগ্রামের বাসিন্দা মো. হারুনের ছেলে মো. সোহেল নিখোঁজ ছিল। সকালে বাড়ির আধা কিলোমিটার দূরের একটি পুকুরে ভাসমান অবস্থায় সোহেলে মরদেহ দেখে পুলিশকে খবর দিলে স্থানীয়রা। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ জানান, নিহত কিশোরের মাথায় পাঁচটি ছুরিকাঘাত রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।