হেলপার থেকে কোটিপতি


গাড়ির হেলপার থেকে কোটিপতি বনে গেছেন নুরুল হুদা ড্রাইভার (৩৯) নামে এক ইয়াবা ব্যবসায়ী। চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতারের পর তার হঠাৎ উত্থানের এ রহস্য বেরিয়ে আসে। রবিবার (৮ এপ্রিল) চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ২নং গেইট জিন্নুরাইন কনভেনশন সেন্টারের সামনে থেকে এ কোটিপতি ও তার এক সহযোগী মোহাম্মদ করিমকে (২৭) গ্রেফতার করে পুলিশ। এসময় তার ব্যবহৃত প্রাইভেটকার ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কক্সবাজারের চশরিয়ার বাসিন্দা ড্রাইভার নুরুল হুদা। এক সময় ছিলেন কক্সবাজার টেশনাফ রোডে শ্যামলী গাড়ির হেলপার। হেলপার হিসেবে কর্মরত থাকাকালীন তিনি টেকনাফ হতে বিভিন্ন সময় গোপনে ইয়াবা ট্যাবলেট এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করতেন।টেকনাফের জনৈক মোহাম্মদ উল্লাহ’র কাছে থেকে দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয় করে চট্টগ্রাম মহানগর এলাকায় বিক্রয় করে আসছিল নুরুল হুদা। সে গাড়ির হেলপারের চাকুরির পাশাপাশি ইয়াবা ব্যবসা করে রাতারাতি অঢেল ধন-সম্পত্তির মালিক বনে যায় ,তার ড্রাইভারের সহায়তায় প্রাইভেটকার যোগে ইয়াবাগুলো শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল জানায়। নুরুল হুদার স্ত্রীর নামে রেজিস্ট্রেশন করা প্রাইভেটকার (যার রেজিঃ নং- চট্ট মেট্রো-গ-১২-৩৭৮৫) ব্যবহার করে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিভিন্ন স্থানে সরবরাহ করে।পুলিশ জানায়, নুরুল হুদা একজন চিহ্নিত পেশাদার ইয়াবা ব্যবসায়ী। নুরুল হুদার বিরুদ্ধে সিএমপি’র চান্দগাঁও ও চকবাজার থানায় ২টি মামলা রয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর) অলক বিশ্বাস ব্রেকিংনিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *