নওগাঁয় দুটি চোরাই মোটরসাইকেল জব্দসহ দুজন আটক
নওগাঁয় দুটি চোরাই মোটরসাইকেল জব্দসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) সদস্যরা। শনিবার রাত ৮টার দিকে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার কোমারপুর গ্রাম থেকে আটক করা হয়। আটকরা হলেন বগুড়া জেলার আদমদিঘী উপজেলার কোমারপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে মাহবুবুর রহমান (৪৫) ও আব্দুল খালেকের ছেলে আব্দুল বাছেদ (৩৪)। রবিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা গেছে।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, ২৬ মার্চ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড থেকে দুটি অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল হারিয়ে যায়। এরপর জেলা গোয়েন্দা শাখা পুলিশে হারানো ডায়রি করা হয়। ৭ এপ্রিল (শনিবার) রাত ৮টার দিকে ডিবি পুলিশের সদস্যরা আদমদিঘী উপজেলার কোমারপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তাদের বাড়ি থেকে মাহবুবুর রহমান ও আব্দুল বাছেদকে আটক করা হয়। অপরজন এসএম রাসেল পালিয়ে যায়। এসময় একটি আইপ্যাড ট্যাপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়। চোরাকারবারীর এ চক্রটি দীর্ঘদিন এ কাজে সম্পৃক্ত। আরও যারা চোরাকারবারীর সাথে সম্পৃক্ত তাদের আটকের অভিযান অব্যহৃত আছে। ঘটনায় নওগাঁ সদর থানা মামলা হয়েছে।