পাবনার সমাজ সেবক আবু সালেহ মোঃ মাজেদ কে শিরঃচ্ছেদ করে হত্যার হুমকি


এম মনিরুজ্জামান: পাবনার চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের ধানবিলা গ্রামের মৃত ফয়েজ উদ্দিন সরকারের ছেলে বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ব্যাংকার আবু সালেহ মোঃ মাজেদ কে শিরঃচ্ছেদ করে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’র জনৈক সদস্য। বৃহস্পতিবার আবু সালেহ মোঃ মাজেদ তার গ্রামের বাড়ীতে অবস্থান কালে রাতে কোন এক সময় বাড়ীর দক্ষিন বাড়ান্দায় এ চিঠি পরে থাকতে দেখেন তিনি। চিঠি পরে নিজের নিরাপ্তার কথা চিন্তা করে চাটমোহর থানায় একটি সাধারণ ডাইরি করেছেন (ডাইরি নং-১৯৯, তাং-৬/০৪/২০১৮ইং) । সাধারণ ডাইরির সূত্রে জানা গেছে, আবু সালেহ মোঃ মাজেদ মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। ফয়েজ ফাউন্ডেশনের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি, এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে একটি পরিপূর্ণ লাইব্রেরী আছে, যেখানে প্রতি নিয়ত এলাকার সকল শ্রেণীর মানুষ পত্রিকা, উপন্যাস, গল্পের বই সহ বিভিন্ন ধরনের বই পড়ে থাকে। এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গরিব-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন। এলাকার গরিব মহিলারা সেলাই, কাটিং ও বাটিক প্রশিক্ষণ গ্রহণ করেন। যুবকদের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এলাকার দুস্থ্য জনগোষ্ঠির স্বাস্থ্য ও সেনিটেশনের সুবিধা নিশ্চিত করেছে। বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মকান্ড, মাদক দ্রব্য বিরোধে সোচ্চার করার লক্ষে ও সন্ত্রাস, জঙ্গীবাদ নিমূলে সামাজিক কর্মসূচি পালন করে আসছে। এ ছাড়া বন্যাপিড়িত, শীর্তাত মানুষের পাশে দাঁড়িয়েছে ও রহিঙ্গা শরণার্থীদের কষ্ট লাঘবে মানবাধিকার সমুন্নত রাখতে সাধ্যমত চেষ্টা করে চলছে। এলাকার যুব-সমাজকে বেকারত্ব দুরি করনে ক্ষুদ্র ক্ষদ্র উদ্যোগ নিয়ে বিভিন্ন প্রশিক্ষন, সেমিনার, ওর্য়াকশপ ও মেন্টোরিং এর মাধ্যমে উৎসাহ দিয়ে আসছে। এ ছাড়া বাংলাদেশের ৬৪ জেলায় মুমূর্ষ রুগিদের ভার্চুয়াল ব্লাড ব্যাংক করে জরুরী ভাবে রক্তদাতা ও রক্তদানের কর্মসূচি হাতে নিয়েছে। এলাকার যুব-সমাজকে মাদক মুক্ত রাখতে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলা-ধুলায় চালিয়ে যাচ্ছে। এবং সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে আসছেন। তিনি ঢাকায় বসবাস করলেও বৃদ্ধা মাকে দেখার জন্য প্রায়ই বাড়ীতে আসেন, বাড়ীতে থাকা কালে এলাকার যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ কে সংঘটিত করে সামাজিক কর্মকান্ড পরিচালনা করেন। ৬ এপ্রিল শুক্রবার সকাল ৬.৩০মিনিট সময় তিনি তার বারান্দায় চিঠিতে ‘আনসারুল্লাহ বাংলা টিম’র জনৈক সদস্যের নাম ব্যবহার করে এলাকার নতুন ফিতনা কায়েম করার চেস্টা ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা না দিয়ে নাজ গানের অনুষ্ঠান করে বেলেল্লাপানা শেখাচ্ছে ও বাল্য বিবাহ, জঙ্গীবাদ নিয়ে কথা বলায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় চাটমোহর থানার এস আই নিরঞ্জন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *