ইসলামপুরে মেয়র বাজারে ব্রীজ ও রাস্তার জমি দখল করে গৃহ নির্মাণ
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর-দেওয়ানগঞ্জ সীমানায় মেয়র বাজারের পাশে ব্রীজ ও রাস্তার জমি দখল করে গৃহ নির্মাণ করার অভিযোগ উঠেছে।সচেতন এলাকাবাসী জানান, ইসলামপুর-দেওয়ানগঞ্জ সীমানায় মেয়র বাজারের পাশে সরকারি অধিগ্রহন কৃত জমি ইট দিয়ে পাকা করে ব্রীজের মুখে পানি ¯্রােতধারার নিস্কাশনের জায়গা বন্ধ করে ও রাস্তার জমি দখল করে গৃহ নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী নয়া মিয়া নামে এক ব্যাক্তি। এছাড়াও উক্ত ঘরটি নির্মাণ কারায় বাজার থেতে পানি বের হওয়া একটি ফুট ব্রীজের মুখও বন্ধ করা হয়েছে। এতে করে বর্ষা মৌসূমে স্থানীয়রা পানি বন্ধী হওয়ার সম্ভাবনা রয়েছে।এব্যাপারে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী সরকারি অধিগ্রনকৃত জমি বেদখলমুক্ত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।