বৈধ গুলদহ বিল ইজারা নিয়ে ভোগদখলে না থাকায় কৃষক-জেলেদের প্রতিবাদ সভা-কমিটি গঠন
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি উপজেলয় অবস্থিত বিলগুলদহ বিল দীর্ঘদিন ধরে বৈধ ইজারা নিয়েও ভোগদখল না পাওয়ায় শনিবার সকাল ১০টায় বিলের জমির কৃষক, পুকুর মালিক ও জেলেরা ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের ঘোষপাড়া নামকস্থানে প্রতিবাদ সভা করেছে বলে সরজমিনে জানা গেছে। জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশফিকুল ইসলাম তারার সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান শিক্ষক জামিরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুরুজ জামাল, শফিকুল ইসলাম মেম্বার, মনিমুল ইসলাম মাষ্টার, জাহিরুল ইসলাম, মতিউর রহমান মন্ডল, আল-ইমাম মাষ্টারসহ অন্যরা। ‘আমার জমি আমি যাবো, যেভাবে খুশি সেভাবে খাবো’। এ শ্লোগান নিয়ে সহ¯্রাধিক কৃষক তাদের সরকারের নিকট ৫ বছর মেয়াদে বৈধভাবে লিজ নিয়ে হঠাৎ একটি কুচক্রি ইজারাদারগণ তাদের বাঁধা প্রদাণ করছে বলে প্রতিবাদ সভায় বক্তারা উল্লেখ করে বলেন। বক্তারা আরো বলেন, আমাদের নিজস্ব পুকুর ও জমিতে আবাদ তো দুরের কথা ঐ সীমানায় নামতে দেয়া হচ্ছে না। এমনকি প্রশাসনের লোক দিয়ে নানা হুমকি-ধামকি রেখেছে, আমরা দ্রুত এর সুষ্ঠু সমাধান দাবী করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বলে বক্তারা অভিযোগ করে বলেন। প্রতিবাদ সভা শেষে উপস্থিত সকল কৃষক ও জেলেদের নিয়ে একটি বিলগুলদহ বিলের রক্ষার্থে কমিটি গঠিত হয়।