স্বাধীনতা দিবসে সান্তাহারে স্বেচ্ছায় রক্ত দিতে দীর্ঘ লাইন
আদমদীঘি প্রতিনিধি: সোমবার বগুড়ার সান্তাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বেচ্ছায় রক্ত দিতে দীর্ঘ লাইন পড়ে যায়। সান্তাহার পৌর ক্রীড়া সংস্থা আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মঞ্চের পাশেই স্থাপন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান ক্যাম্প। ’স্পন্দন ব্লাড ডোনার ক্লাব, সান্তাহার’ নামের সংগঠন এই ক্যাম্প স্থাপন করে। এতে মেলে ব্যাপক সাড়া। সকাল ১০টা থেকে সাধারণ মানুষ সহ স্টেডিয়ামে আসা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা স্বেচ্ছায় রক্ত দান করতে ভীড় জমায়। এক সময় শৃঙ্খলা বজায় রাখার জন্য পুরুষ ও মহিলাদের আলাদা লাইনবদ্ধ করতে বাধ্য হয় রক্ত সংগ্রহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা। কিন্তু আগ্রহীদের অধিকাংশ রক্ত দানে উপযুক্ত না হওয়ায় তাদের শুধু রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। তবে সময় ও সরঞ্জাম সল্পতার মধ্যেও দুপুরে সময় পর্যন্ত সান্তাহার পৌর মেয়র তোফাজ্জাল হোসেন ভুট্টু, কাউন্সিলর শাকিল আলম সহ বেশ কিছু মানুষের নিকট থেকে রক্ত সংগ্রহ চলছিল।