স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন আদমদীঘিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আপ্যায়ন


আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও সান্তাহার পৌর ক্রীড়া সংস্থার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন উপজেলা সদরের আইপিজে উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে ও সান্তাহার পৌর ক্রীড়া সংস্থা সান্তাহার আধুনিক স্টেডিয়ামে উদযাপন আয়োজন করে। উদযাপিত কর্মসুচির মধ্যে অন্যতম ছিল স্বাধীন বাংলাদেশের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা এবং আপ্যায়ন পর্ব। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওসি আবু সায়িদ মোঃ ওয়াহেদুজ্জামান, জেলা পরিষদের সদস্য মুনজু আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, আওয়ামীলীগ নেতা মোকলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা আবির উদ্দীন প্রমুখ। এদিন বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রায় ৫শত বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং উন্নয়ন অগ্রগতি শীর্ষক আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উন্নত মানের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *