নারীরা পুরুষের তুলনায় অপেক্ষাকৃত সৎ > “তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম”
নারীরা পুরুষের তুলনায় অপেক্ষাকৃত সৎ বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘আমি বলছি না সব পুরুষ অসৎ। আমি বলছি নারীরা পুরুষদের তুলনায় সৎ। তাই প্রধানমন্ত্রী বলেন, নারীরা সৎ তাদের বিভিন্ন পদে আরও চাই আরও চাই।’মঙ্গলবার (২৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।তারানা হালিম বলেন, ‘একজন পুরুষকে কোনো কাজ দেয়া হলে তাকে প্রথমেই যোগ্য ভাবা হয়। কিন্তু একজন নারীকে কোনো কাজ দিলে তাকে প্রথমে এর যোগ্য মনে করা হয় না। নারীকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হয় তিনি যোগ্য। দিন বদল হয়েছে এ মানসিকতা থেকে বের হতে হবে। জেন্ডার যোগ্যতার মাপকাঠি হতে পারে না।’ তারানা হালিম বলেন, ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নে তিনটি ‘এম’ প্রধান বাধা। একটা হলো মানি (টাকা), ম্যাসেল (পেশি শক্তি) ও ম্যান (মানুষ)।’নারীদের প্রতি প্রশ্ন রেখে প্রতিমন্ত্রী বলেন, ‘নারীরা কি নারীবান্ধব। যদি সেটাই হয় তাহলে কেন একজন শাশুড়ি তার বউকে নির্যাতন করে। বউ তার শাশুড়িকে কীভাবে জ্বালাতন করে। কীভাবে পাশের বাড়ির মেয়েটি সম্পর্কে ঘন্টার পর ঘন্টা সমালোচনা করে একজন নারী।’নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তারানা হালিম বলেন, ‘আমাদের সৌভাগ্য আমরা নারীবন্ধব সরকার পেয়েছি।’পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘ধনী হোক বা গরিব হোক নারী হোক বা পুরুষ হোক সবার অধিকার সমান। আমরা মানুষের অধিকার রক্ষায় কাজ করি।’সমৃদ্ধি কার্যক্রমের এখন ২০০টি ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করাই উন্নয়ন। কাউকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমরা সরাদেশে একলাখ তরুণ-তরুণীকে মানবিক গুণাবলির শিক্ষা দিয়েছি। তারা এখন বাল্য বিবাহে কুফল তুলে ধরাসহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন।’সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান বলেন, ‘সরকার ১১ লাখ ১৫ হাজার বয়স্ক ও বিধবাদের ভাতা দিচ্ছে। বৃদ্ধদের জন্য একটি তহবিল গঠন করেছে সরকার। যেখানে অসুস্থ বৃদ্ধরা আবেদন করলে তাদের পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়।’সেমিনারে অারও বক্তব্য দেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, উইমেন ফর উইমেনের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম প্রমুখ।অনুষ্ঠানে ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবরন ধারা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইকো-সোশ্যাল ডেভলপমেন্টে অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।