লোহাগড়ায় বাউবি’র ৯ পরীক্ষার্থী বহিষ্কার
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৩ মার্চ) সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এইচএসসি পৌরনীতি প্রথম পত্র পরীক্ষায় তাঁদের বহিষ্কার করা হয় । ওই নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এম. আরাফাত হোসেন। তিনি বলেন, পকেটে কাগজপত্র পাওয়া গেছে এবং দুজনের কাছে বই পাওয়া গেছেÑএমন সুনির্দিষ্ট কারণে নয়জনকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা কক্ষগুলোতেও এক ঝুড়ি বই পেয়েছি।কলেজ অধ্যক্ষ প্রফেসর শরীফ এনামুল কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, বহিষ্কার হওয়া নয়জনের মধ্যে একজন ছাত্রী ও আটজন ছাত্র। গতকাল ২৩০ জন পরীক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।