চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান: সাড়ে ৩৩লক্ষ টাকার পূজার আইটেম উদ্ধার
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে তেতত্রিশ লক্ষ পয়তাল্লি হাজার চল্লিশ) টাকা মূল্যে ভারতীয় বিভিন্ন প্রকার পূজার আইটেম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর পাকা রাস্তার উপর থেকে এই পূজার আইটেম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল কাষ্টম অফিসে জমা দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা-৬বিজিবির পরিচালক ইমাম হাসান আজ দুপুরে এক প্রেস বিজ্ঞতিতে জানান,বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিতিত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর উপজেলা সদরের পাকা রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮,৭৫২ টি ভারতীয় বিভিন্ন প্রকার পূজার আইটেম উদ্ধার করে। উদ্ধারকৃত বিভিন্ন পূজার আইটেমের আনুমানিক মূল্য তেতত্রিশ লক্ষ পয়তাল্লিশ হাজার চল্লিশ টাকা। আটককৃত এই মালামাল কাষ্টস অফিসে জমা দেওয়া হয়েছে।