বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা: দ্য স্ট্যাটিসটিক্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্ট্যাটিসটিক্স’। এ মনোনয়ন পাওয়ায় সোমবার (১৯ মার্চ) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।অন্যদিকে এ স্বীকৃতিকে সরকারের অর্জন বলে দেশের জনগণকে তা উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সরকারপ্রধান বলেন, ‘জনগণ আস্থা রেখেছে বলেই এ অর্জন সম্ভব হয়েছে। ব্ঙ্গবন্ধু আরেকটু সময় পেলে বাংলাদেশের এই অর্জন অনেক অগেই সম্ভব হতো।’এসময় তিনি দেশের প্রতিটি অগ্রগতির পেছনে সুশীল ও বুদ্ধিজীবী সমাজের ভূমিকার কথাও স্মরণ করেন। প্রধানমন্ত্রী জানান, উন্নয়নশীল দেশ হতে জাতিসংঘ নির্ধারিত সূচকগুলো বাংলাদেশ শুধু পূরণই করেনি, অনেক ক্ষেত্রে এগিয়েও আছে। উন্নয়নের সব সূচক পূরণ করে এখন উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এ অর্জনে সোমবার মন্ত্রিসভায় অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। উন্নয়নের এ ধারা বজায় থাকলে বাংলাদেশ ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পাবে বলেও মন্ত্রিসভার বৈঠকে আশা প্রকাশ করা হয়।